চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) সোমবার ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করে। এতে বন্দর নগরীর অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। সিসিসি’র কে বি আবদুস সাত্তার মিলনায়তনে সিসিসি ওয়ার্ড কাউন্সিল, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণাকালে মেয়র এ জেড এম নাসির উদ্দিন বলেন, বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। এটি একটি উন্নয়নমুখী বাজেট। নগরবাসীর বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
মেয়র তার বাজেট বক্তৃতায় বলেন, প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাত এবং নগরবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, সিসিসি বহদ্দারহাট থেকে কর্নফুলি নদী পর্যন্ত চ্যানেল খননের ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ৩ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল খননের জন্য ব্যয় হবে ৩২৬ দশমিক ৮৪ কোটি ৮১ হাজার টাকা।
এ জেড এম নাছির উদ্দিন আরো বলেন, এএফএসওসি প্ল্যানের আওতায় বিভিন্ন রুটের কার্পেটিং কাজের জন্য সিসিসি আরো দুটি প্রকল্প গ্রহণ করেছে। এতে ব্যয় হবে ২০০ কোটি টাকা। মোট বাজেটের ৬২১ দশমিক ৬৮ কোটি টাকা আসবে সিসিসি’র নিজস্ব উৎস থেকে। আর ১,০১১ দশমিক ১০ কোটি টাকা আসবে বিভিন্ন উন্নয়ন মঞ্জুরি থেকে। এক প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, প্রস্তাবিত বাজেট প্রায় বাস্তবসম্মতÑ উচ্চাকাংখী নয়। মেয়র ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৪৩৬ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকার একটি সম্পূরক বাজেটও ঘোষণা করেন।