সম্পদের তথ্য দিতে হবে বিদেশিদের

সম্পদের তথ্য দিতে হবে বিদেশিদের

দেশে ভেতর অবস্থানরত বিদেশি নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা ও বিদেশে তাদের সম্পত্তির তথ্য সরকারকে দেওয়ার বিধান রেখে সংসদে একটি বিল পাস হয়েছে। বিলটির নাম ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (সংশোধন) বিল ২০১৫ ’। রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।asuhdjaskl

বিদ্যমান এ আইনে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের সম্পদের তথ্য চাওয়ার বিষয়ে অস্পষ্টতা আছে। বিলের ওপর দেওয়া বিরোধী দলের সদস্যদের সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। তারা আইন বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেন। জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা থাকে। কিন্তু আমরা যারা আছি, তারা কি ঘোড়ার ঘাস কাটি? মন্ত্রিসভা কি ঘোড়ার ঘাস কাটে? যারা নেতৃত্বে আছে, তারা জানে কীভাবে আমলাতন্ত্রকে ধরতে হয়।’

এরপর নোটিশদাতা জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতার জন্য নোটিশ দেই। সব যদি নাকচ হয়, তাহলে তো গণতন্ত্র থাকে না।’

জবাবে অর্থমন্ত্রী বলেন, ফখরুল ইমাম সাহেব সব সময় কিছু না কিছু নোটিশ দেন। তার কিছু গ্রহণও করা হয়। কিন্তু আজ অত্যন্ত দুঃখের দিন। কোনো নোটিশই গ্রহণ করা গেল না।

পেশাদার হিসাবরক্ষক মানে আইসিএবি ও আইসিএমএবির সদস্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেরআর্থিক প্রতিবেদন তৈরি, হিসাবরক্ষণ ও নিরীক্ষার সঙ্গে যুক্তদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৫ সংসদ বিল পাস হয়েছে। অর্থমন্ত্রী বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কার্যক্রমকে সুনিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে একটি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এই কাউন্সিলের চেয়ারম্যান সরকার নিয়োগ করবে। চেয়ারম্যান নিয়োগে সরকারকে সুপারিশ করতে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সভাপতিত্বে তিন সদস্যের একটি বাছাই কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মনোনীত একজন সদস্য এবং অর্থ বিভাগের সচিব এই কমিটির সদস্য হবেন।

বিলে ‘পেশাদার অ্যাকাউন্ট্যান্ট’ বলতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) ও ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সদস্যদের বুঝানো হয়েছে। পেশাদার ‘একাউন্টেন্সি প্রতিষ্ঠান’ বলে এই দুটি প্রতিষ্ঠানকে বুঝানো হয়েছে।

বর্তমানে পেশাদার একাউন্টেন্ট বলতে শুধু আইসিএবির সদস্যদের বোঝানো হয়।

বিলে বলা হয়েছে, কাউন্সিলে তালিকাভুক্ত না হলে কোনো নিরীক্ষক বা নিরীক্ষা প্রতিষ্ঠান কোনো সংস্থার নিরীক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবে না। পাস হওয়া বিলে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউনট্যান্টস’ অর্ডার ১৯৭৩, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১, কোম্পানি আইন ১৯৯৪ এবং বিমা আইন ২০১০ এর কিছু বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

Featured অর্থ বাণিজ্য