বাংলাদেশ সফরে অনিশ্চিত অসি ওপেনার ওয়ার্নার

বাংলাদেশ সফরে অনিশ্চিত অসি ওপেনার ওয়ার্নার

বাংলাদেশ সফরের শুরুতে অস্ট্রেলিয়া দলে ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের থাকা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ী ম্যাচে ওয়ার্নারের বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় এমন সন্দেহের সৃষ্টি হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সফরের শুরু থেকেই অসি দলে থাকতে হলে ওয়ার্নারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।ijqas;'d'

ইংল্যান্ড পেসার স্টিভেন ফিনের বলে হাতের আঙুলে আঘাত পান অসি টেস্ট ভাইস ক্যাপ্টেন। আঘাত পাওয়ার পরপরই ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।

সুস্থ হয়ে উঠতে ওয়ার্নারের চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর বাংলাদেশর বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলতে নামবে ৯ অক্টোবর। অর্থাৎ ক্রিস রজার্স অবসর নেয়ায় এখন শিগগিরই একজন ওপেনিং ব্যাটসম্যান খুঁজতে হবে অসিদের।

বর্তমানে ইংলিশ কাউন্টি ক্রিকেট ইয়র্কশায়ারের হয়ে খেলতে থাকা অ্যারন ফিঞ্চকে ইংল্যান্ড সফরে বাকি ওয়ানডে ম্যাচের জন্য দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অভিজ্ঞ অলরাউন্ডার শেন ওয়াটসন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দৌড়ে এগিয়ে আছেন জো বার্নস ও ক্যামেরন ব্যানক্রফট।

মিরপুরে ১৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা। -সংবাদ সংস্থা

Featured খেলাধূলা