ইন্দো-পাক উত্তেজনা কমাতে পারে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ: ওয়াকার

ইন্দো-পাক উত্তেজনা কমাতে পারে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ: ওয়াকার

ইন্দো-পাক ক্রিকেট সিরিজ পুন:স্থাপন নিয়ে সন্দেহ থাকলেও পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস বলেছেন, আগামি ডিসেম্বরে প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে তিনি আশাবাদী এবং তার দৃঢ় বিশ্বাস নিয়মিত ক্রিকেট আয়োজন দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হবে।as9daoi]]

ওয়াকার বলেন, ‘প্রস্তাবিত সিরিজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আমি আশাবাদী। কেননা আমার দৃঢ় বিশ্বাস নিয়মিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়ক হবে।’

সাবেক এ ফাস্ট বোলার বলেন, এটা অত্যন্ত দু:খের বিষয় যে, ২০০৭ সালের পর থেকে উভয় দল একে অপরের বিরুদ্ধে খেলছে না।

তিনি বলেন, ‘সবচেয়ে দু:খজনক বিষয় হচ্ছে গত আট বছরে আমরা একে অপরের বিপক্ষে একটি টেস্টও খেলিনি।’

‘উভয় দেশেই বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে আসন্ন সিরিজ নিয়ে সন্দেহ রয়েছে। শেষ পর্যন্ত ডিসেম্বরে প্রস্তাবিত এ সিরিজ হবে বলে আমি আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘এ সিরিজ অনুষ্ঠিত না হলে সেটা হবে ক্রিকেটের জন্যই দু:খজনক। কারণ সকলেই ইন্দো-পাক ম্যাচ দেখতে চায়।

‘তবে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক পুন:স্থাপনের এখনই সেরা সুযোগ বলে আমি মনে করি।’ সংবাদ সংস্থা

Featured খেলাধূলা