এশিয়া কাপ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে বিজয় লাভ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ দলের কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সকল ক্রিকেটপ্রেমীদেরও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে এ জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের নবযুগের সূচনা হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গণভবনে তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে এ খেলা উপভোগ করেন।
বিজয়ের পর উল্লসিত প্রধানমন্ত্রী রাতে এ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।