অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসবেন এবং ১৪ দলের মহাসমাবেশে বক্তব্য রাখবেন। তাঁর এ সফরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সমাবেশের নিরাপত্তা ইস্যু।
সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে এ বিষয়ে আওয়ামী লীগসহ ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে আয়োজিত ১৪ দল নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান রাখেন।
মন্ত্রী ২৪ তারিখের সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ১৪ দলের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সর্বস্তরের নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে বিকেল ৪টায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সিকান্দার আলী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আরশ আলী, জাসদ সিলেট জেলা শাখার সভাপতি কলমদর আলী ও মহানগর শাখার সভাপতি অ্যাড. জাকির আহমদ।
এছাড়া অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সৈয়দা জেবুন্নেসা হক এমপি, মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ ১৪ দলের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আওয়ামী লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দের বক্তব্য শোনেন, সমাবেশ উপলক্ষে গৃহীত কার্যক্রমের খোঁজ খবর নেন। পরে সমাবশে সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন।
এ সময় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ তারিখ সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য শাহজালাল সার করাখানার ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।
তিনি জানান, এ সার কারখানা নির্মিত হলে প্রতিদিন ১ হাজার ৭৬০ মেট্রিক টন করে বার্ষিক ৫ লাখ ৮০ হাজার ৮শ মেট্রিক টন ইউরিয়া এবং ১ হাজার মেট্রিক টন হিসাবে বছরে ৩ লাখ ৩০ হাজার টন অ্যামোনিয়া সার উৎপাদন হবে।
মন্ত্রী জানান, সার কারখানার ভিত্তিপ্রস্থর স্থাপনের পর একই উপজেলায় পারুলীকোণায় ৮শ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র এবং নগরীর কুমারগাঁওয়ে ৯শ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া প্রধানমন্ত্রী সিলেটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন।
পরে বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রসা মাঠে আয়োজিত ১৪ দলের মহসমাবশে বক্তব্য রাখবেন।