আইপিএলে খেলবেন ক্লার্ক!

আইপিএলে খেলবেন ক্লার্ক!

দীর্ঘ ভার্সনের ক্রিকেটে মনোযোগ দিতে টি-টোয়েন্টির প্রতি কম আগ্রহের কথা আগেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এজন্য জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিল) দেখা যায়নি তাকে। তবে আদর্শ ছেড়ে ডলারের কাছে আত্মসমপর্ণ করছেন অসি নেতা। যোগ দিচ্ছেন আইপিএলের দল পুনে ওয়ারিয়র্সে!

ক্লার্কের আইপিএলে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ পুনে ওয়ারিয়র্সের কোচ ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি জানান, ‘ফ্রাঞ্চাইজ দলে যোগ দেওয়ার বিষয়ে ক্লার্কের সঙ্গে আলোচনা চলছে। ক্লার্ককে দলে পেতে আলোচনা প্রায় শেষপর্যায়ে রয়েছে। যাই হোক, মে থেকেই খেলবেন ক্লার্ক।’

অন্যান্য