ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলা তিন ইরানির নাম প্রকাশ করেছে ভারত

ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলা তিন ইরানির নাম প্রকাশ করেছে ভারত

নয়াদিল্লিতে ইসরায়েলি কুটনীতিকের ওপর হামলা চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন সন্দেহভাজন ইরানি নাগরিকের নাম প্রকাশ করেছে ভারতের পুলিশ। এসব নাম খুব শিগগির ইরান সরকারের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

ভারতের দু’টি প্রভাবশালী দৈনিক বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছে, ওই তিন ইরানি পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেন এবং গত ১৩ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা হামলার পর ভারত ছেড়ে যায়। হামলায় ওই কূটনীতিক রক্ষা পেলেও তার স্ত্রী ও দুই ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছেন, ‘আমাদের কাছে তাদের (৩ ইরানির) ভারত ভ্রমণের বিস্তারিত তথ্য রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য স্থানীয় আদালতে আবেদন করেছিল আর খুব শিগগির তাদের নাম ইরান সরকারের কাছে পাঠানো হবে।

দৈনিক দু’টি তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, সন্দেহভাজনরা হামলার দুই সপ্তাহ আগে ভারত আসে। তারা রাজধানীর বাইরে একটি হোটেলে ছিলেন।

উল্লেখ্য, নয়াদিল্লিতে হামলার একই দিন জর্জিয়াতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি গাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করা হয়। এর পরদিন ১৪ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলার চেষ্টা হয়। সেদিনই সন্দেহভাজন দুই ইরানি নাগরিককে আটক করে ব্যাংকক পুলিশ।

এদিকে গত সপ্তাহে নয়াদিল্লিতে ইরানি সংবাদ সংস্থা ইরনা’র এক ফ্রিলেন্স সাংবাদিককে আটক করে ভারতীয় পুলিশ। তার বিরুদ্ধে হামলাকারীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েল প্রথম থেকেই সবক’টি হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে আসছে। তবে ইরান সরকার বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক