ব্যক্তিগত ইমেইল ফাঁস বিক্ষোভ সামলাতে ইরানের পরামর্শ চান আসাদ

ব্যক্তিগত ইমেইল ফাঁস বিক্ষোভ সামলাতে ইরানের পরামর্শ চান আসাদ

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যক্তিগত সহস্রাধিক ইমেইল ফাঁস করে দিয়েছে বিরোধীরা। আসাদ ও তার স্ত্রী আসমার ফাঁস হওয়া ব্যক্তিগত ইমেইলগুলোতে চলমান বিক্ষোভ শুরুর পর থেকে প্রেসিডেন্টের পারিবারিক জীবনের নানা দিক এবং বিক্ষোভ সামলাতে ইরানের পরামর্শ চাওয়ার বিষয়াদি রয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান গত বুধবার সিরিয়ার বিরোধীদের একটি সূত্র থেকে ইমেইলগুলো পেয়েছে বলে জানায়। ওই সূত্র গত বছরের জুনের শেষ নাগাদ থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এসব ইমেইল সংগ্রহ করেছে বলে দাবি করেছে।

ইমেইলগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এড়িয়ে নতুন নাম ও নিউইয়র্কের ঠিকানায় প্রেসিডেন্ট আসাদ আইটিউনসে নতুন অ্যাকাউন্ট খুলেছেন (যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে আসাদের আইফোন অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে)।

তবে এ ব্যাপারে দামেস্কের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

গার্ডিয়ানের উপ-সম্পাদক আইয়ান কাৎজ জানিয়েছেন, ইমেইলগুলো যাচাই করতে তারা যথেষ্ট সময় নিয়েছেন। এসব ইমেইলে বিক্ষোভ চলাকালীন সিরীয় প্রেসিডেন্ট এবং নানা পক্ষের সঙ্গে তার সম্পর্কের নানা বিষয়ের তথ্যাদি রয়েছে।

ইমেইগুলোতে দেখা যাচ্ছে, নিজ দেশের পরিস্থিতি মোকাবেলায় আসাদ ইরানের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। গত ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে আসাদের গণমাধ্যম উপদেষ্টা বলেছেন, সিরিয়াতে ইরানি রাষ্ট্রদূতের গণমাধ্যম ও রাজনৈতিক উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে তিনি প্রেসিডেন্টকে নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন।

সে মোতাবেক, বিক্ষোভ সামলাতে আসাদকে ‘বলিষ্ঠ’ ও ‘আক্রমণাত্মক’ ভাষা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে তার সামরিক সক্ষমতার ব্যাপারে বেশি বেশি প্রচারণার জন্য উৎসাহিত করা হয়েছে যাতে বিক্ষোভকারীরা বুঝতে পারে যে সরকার সামরিক শক্তি দিয়েই টিকে থাকতে পারবে।

ইমেইলে আরো জানা গেছে, বিদ্রোহীদের শহর হোমসের বাব আমরে পশ্চিমা সাংবাদিকদের অবস্থানের ব্যাপারে আসাদ বিস্তারিত ব্রিফ করেছেন এবং গত নভেম্বরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন।

গত বছর এই হোমসে শত শত মানুষ নিহত হয়েছে যার মধ্যে বিদেশি সাংবাদিকও রয়েছে।

আসাদপত্নী আসমাকে লেখা ইমেইলে কাতারের আমিরের মেয়ে মায়েশা আল থানি বলেছেন, ‘বিদ্যমান উত্তেজনা সত্ত্বেও আমার বাবা প্রেসিডেন্ট বাশারকে বন্ধু হিসেবেই বিবেচনা করেন।’

গত জানুয়ারিতে পাঠানো আরেক ইমেইলে মায়েশা আসমাকে লিখেছেন, ‘আপনার পরিবারের সিরিয়া ছাড়ার এটাই সুযোগ। আমি নিশ্চিত, আপনার যাওয়ার জন্য দোহাসহ এমন অনেক জায়গা আছে।’

গার্ডিয়ানের দাবি অনুযায়ী, কিছু ইমেইলে বাশারপত্নী আসমার বিলাসী জীবনের চিত্রও উঠে এসেছে। বলা হয়েছে, অনলাইন শপিংয়ে স্বর্ণের অলঙ্কার, ঝাড়বাতি ও আসবাবপত্রসহ নানা ধরনের বিলাসদ্রব্য কেনার পেছনে তিনি লক্ষাধিক ডলার খরচ করেছেন।

প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডির মধ্যে গভীর ভালবাসার সম্পর্কটিও ইমেইলে উঠে এসেছে। ফাঁস হওয়া ইমেইল সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি নতুন আইটিউনস অ্যাকাউন্টের মাধ্যমে স্ত্রীকে একটি গান পাঠিয়েছেন বাশার আল আসাদ।

উল্লেখ্য, জাতিসংঘের হিসেবে গত বছরের মার্চে সিরিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ যাবত সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আন্তর্জাতিক