এনসিএলের শুধু প্রথম রাউন্ডই খেলবে টাইগাররা

এনসিএলের শুধু প্রথম রাউন্ডই খেলবে টাইগাররা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর। কিন্তু একদিন পিছিয়ে এখন এনসিএল শুরু হবে ১৮ ouejltdfসেপ্টেম্বর। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। হোম সিরিজের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতেই এনসিএলের একটি রাউন্ড ঈদুল আজহার আগে আয়োজন করা হচ্ছে।

জাতীয় দলের ক্রিকেটারদের ঈদের পরও এনসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা ছিল। যদিও সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। ঈদের আগের ওই প্রথম রাউন্ডেই শুধু খেলবেন টাইগাররা। বিসিবির এক কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক-মাহমুদউল্লাহদের এক রাউন্ডই খেলার সিদ্ধান্ত এসেছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে। চলমান এলিট প্লেয়ার্স কন্ডিশনিং ক্যাম্পটা শেষ হবে ১৬ সেপ্টেম্বর। এনসিএলের প্রথম রাউন্ড খেলে ছুটিতে যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদের ছুটির পর অনুশীলন শুরু হবে ২৮ সেপ্টেম্বর।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছুটিতে আছেন হাথুরুসিংহে। ছুটি কাটিয়ে ৬ সেপ্টেম্বরই ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে এই লঙ্কান কোচের। সফরসূচি অনুযায়ী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল।

Featured খেলাধূলা