মালির মধ্যাঞ্চলে নাইজার নদীতে একটি যাত্রীবাহী নৌযান ডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার যাত্রীবাহী ওই নৌযানটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছে। নৌযানডুবির এই ঘটনা থেকে বেঁচে ফিরে এসেছেন ৭০ জন যাত্রী।
দেশটির নিরাপত্তা ও জরুরি বিভাগের মুখপাত্র সোনকোলো তোগোলা জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে মপতি অঞ্চলের প্রত্যন্ত দেবয়িতে এ দুর্ঘটনা ঘটেছে।
দেশটির নিরাপত্তা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আফ্রিকার খাল ও নদীগুলো চলাচলকারী নৌযানগুলোতে অতিরিক্ত মানুষ ও মালামাল পরিবহন একটি সাধারণ ঘটনা। দুর্বল ব্যবস্থাপনার কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।