আবারও ডিএসইর প্রেসিডেন্ট রকিবুর

আবারও ডিএসইর প্রেসিডেন্ট রকিবুর

পরিচালকদের সর্বসম্মতিক্রমে তৃতীয়বারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ লালী এবং সহ-সভাপতি মো. শাজাহান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিএসইর ৫০তম সাধারণ সভা শেষে পরিচালকদের সর্বসম্মতিক্রমে রকিবুর প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি আগামী এক বছরের জন্য ডিএসইর এ দায়িত্ব পালন করবেন।

জানা যায়, মো. রকিবুর রহমান তৃতীয় বারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ডিএসইর চেয়ারম্যান হিসেবে এবং ২০০৯ সালে তিনি ডিএসইর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি এর পরিচালক নির্বাচিত হন। ১৯৭৯-৮৩ এবং ১৯৯১-৯৭ মেয়াদে ডিএসইর কাউন্সিলর ছিলেন। তিনি ২০০৭ সালে ডিএসইর পরিচালক নির্বাচিত হন।

আহমেদ রশীদ লালী ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২৭ বছরেরও বেশি সময় ধরে ডিএসইর একজন সদস্য।

আহমেদ রশীদ লালী ২০১১ সালে ডিএসইর পরিচালক নির্বাচিত হন। তাছাড়া তিনি ২০০৬-এর ফেব্রুয়ারি থেকে ২০০৮-এর মে পর্যন্ত এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ২০০৫-এর ফেব্রুয়ারি থেকে ২০০৬-এর ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইর ভাইস প্রেসিডেন্ট এবং ২০০০ সালের মার্চ থেকে ২০০৩ সালের মার্চ পর্যন্ত ডিএসইর কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

১৯৫৪ সালে ডিএসইর যাত্রার শুরুতেই রশিদের মালিকানাধীন একটি ব্রোকারেজ হাউজ ডিএসইর সদস্যপদ লাভ করে। যা পরবর্তীতে ২০০৬ সালে ডিএসইর কর্পোরেট সদস্য হিসাবে ‘রশিদ ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ লি.’ নামে আত্মপ্রকাশ করে।

অন্যদিকে, মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী এক বছরের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২০১০ সালে দ্বিতীয়বারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচিত হন এবং ২০১১ সালে ডিএসইর ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন।

এছাড়া শাহজাহান ২০০৪ সালের মার্চ থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত ডিএসইর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তার মালিকানাধীন ‘মো. শাহ্জাহান অ্যান্ড কোং’ ডিএসইর সদস্যপদ লাভ করে যা পরবর্তীতে ২০০৬ সালে ডিএসইর কর্পোরেট সদস্য ‘জাহান সিকিউরিটিজ লি.’ নামে আত্মপ্রকাশ করে। বর্তমানে তিনি এই ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও পাট রপ্তানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ জুট এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান।

উল্লেখ্য, ডিএসই পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ২৫। যার মধ্যে ১২ জন ডিএসই সদস্যদের ভোটে নির্বাচিত হন, ১২ জন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে মনোনীত হন। এছাড়া ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে পরিচালনা পরিষদের সদস্য হন। তবে এদের মধ্যে একমাত্র নির্বাচিত পরিচালকরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

অর্থ বাণিজ্য