গোপনে ড্রোন হামলা শুরু করল সি.আই.এ

গোপনে ড্রোন হামলা শুরু করল সি.আই.এ

স্পেশাল অপারেশন ফোর্স ও সিআইএ-র যৌথ উদ্যোগে সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে গোপন ড্রোন হামলা শুরু করেছে মার্কিন সেনা। শীর্ষ আইএস নেতাদের খতম করতে এই অপারেশন শুরু করল মার্কিন প্রশাসন।oasdlmnasdma's
মার্কিনি সংবাদপত্রের খবর অনুযায়ী, আইএস শীর্ষ নেতাদের খতম করতে বৃহত্তর অপারেশন শুরু করেছে ওয়াশিংটন। নিরাপত্তা বিভাগের এক শীর্ষকর্তাকে উদ্ধৃত করে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইএসকে ঠেকাতে সিআইএ সিরিয়ায় অপারেশন শুরু করেছে। জঙ্গিদের নিঃশেষ করতে সি.আই.এ-র কাউন্টার টেররিজম সেন্টার (সিটিসি) অপারেশন শুরু করেছে।
সিলেক্টেড প্রোগ্রামিং টেকনোলজি ব্যবহার করে ড্রোন পাঠানো হচ্ছে সিরিয়ায়। কারণ, আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সেখানে। আল কায়েদার মিলিটারিদেরও টার্গেট বানানো হবে, জানিয়েছেন মার্কিন প্রশাসনিক কর্তারা।

Featured আন্তর্জাতিক