ইরিত্রিয়ায় সামরিক অভিযান চালিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার ইথিওপিয়ার সরকারি মুখপাত্র সামরকি অভিযানের খবর নিশ্চিত করে জানান, ইরিত্রিয়া নিজেদের ভূখণ্ডের ভেতরে ইথিওপিয়ায় হামলার জন্য নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রশিক্ষণ দিচ্ছে। তাই সেনাবাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে।
অভিযানে এখন পর্যন্ত দুষ্কৃতকারীদের ৩টি ঘাঁটিতে আক্রমণ করে বেশ ক’জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইথিওপিয়া।
এ ঘটনায় প্রচুর লোক হতাহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
তবে এ বিষয়ে ইরিত্রিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের এই দুই দেশ ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল।