জাতীয় পরিচয়পত্র নবায়ন বা সংশোধনে ফি লাগবে

জাতীয় পরিচয়পত্র নবায়ন বা সংশোধনে ফি লাগবে

জাতীয় পরিচয়পত্র নবায়ন, সংশোধন এবং হারিয়ে গেলে নতুন পরিচয়পত্র সংগ্রহের জন্য নির্দিষ্ট হারে ‘ফি’ প্রদান করতে হবে। শতকরা ১৫ শতাংশ ভ্যাটসহ নির্দিষ্ট এই ফি সোনালী ব্যাংকের সকল শাখায় জামা দেয়া যাবে। আজ মঙ্গলবার নির্বাচন ;laskdla;skdasoকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানায়, বাংলাদেশ ব্যাংকের সকল শাখা এবং সোনালী ব্যাংকের ট্রেজারী শাখাসমূহে চালানোর মাধ্যমে ‘১-০৬০১-০০০১-১৮৪৭ জাতীয় পরিচয়পত্র ফি’ নং কোডে ফি পরিশোধ করা যাবে। তাছাড়া ‘সচিব নির্বাচন কমিশন সচিবালয়’ এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট’র মাধ্যমের এই অর্থ পরিশোধ করা যাবে। প্রসঙ্গত নির্বাচন কমিশনের ওয়েব সাইটে (িি.িবপ.ড়ৎম.নফ) )ফি’র হার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

Featured বাংলাদেশ