ভেনিজুয়েলার কারাগারে অগ্নিকান্ডে নিহত ১৭

ভেনিজুয়েলার কারাগারে অগ্নিকান্ডে নিহত ১৭

ভেনিজুয়েলার উত্তরাঞ্চলের আজ মঙ্গলবার একটি কারাগারে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ সময় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। ভেনুজুয়েলার কারাবোবো প্রদেশের ওই কারাগারে sjdalkdaslরাতে অগ্নিকান্ড ঘটে। এতে ৯জন পুরুষ ও ৮জন নারী প্রাণ হারায় বলে জানান প্রসিকিউটর। মৃতদের মধ্যে বেশিভাগই দক্ষিণ আমেরিকান। আহতদের প্রাদেশিক রাজধানী ভেলেনসিয়ার একটি হাসপাতালে নেয়া হয়েছে।
কারা মন্ত্রণালয় থেকে জানান হয়, বৈদ্যুতিক গোলোযোগের কারণে কারাগারের ১জে ইউনিটে অগ্নিকান্ড ঘটেছে। কারাবোবো কারাগারটি অত্যন্ত জনবহুল এবং এটির উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের পরও অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে তাৎক্ষণিকভাবে গঠিত ৩ সদস্যের তদন্তদল অগ্নিকান্ডের কোনো কারণ জানাতে পারেননি। একটি বেসরকারী কারা পর্যবেক্ষণ সংস্থা জানায়, ২০১৪ সালে ভেনিজুয়েলার কারাগারগুলোতে দোষী সাব্যস্ত হননি এমন ৩০৯ জন বন্দী মৃত্যুবরণ করেছেন। এছাড়াও ১৭০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন কারাগারগুলোতে প্রায় ১৭৯ জন আহত হয়েছেন।

Featured আন্তর্জাতিক