দেখাই শেখার শক্তিমান কৌশল

দেখাই শেখার শক্তিমান কৌশল

দেখাই হতে পারে শেখার শক্তিমান কৌশল। আপনি এখন ক্যামেরা শিখুন, ভিডিওগ্রাফি বা চলচ্চিত্র নির্মাণের বৈচিত্রপূর্ণ ajdnaksdmaকলাকৌশল শিখুন, সুযোগ এসেছে ভিডিও দেখেই শেখার। বাবু রহমানের তিনখন্ড টিউটোরিয়াল ডিভিডি ’বিগিনার্স গাইড টু ভিডিওগ্রাফি এন্ড ডিরেকশন’ এখন বাজারে, পাওয়া যাচ্ছে প্রথমসাড়ির সিডি-ডিভিডি দোকানে বা বইয়ের লাইব্রেরীতে অথবা www.onnobostro.com সাইটে অনলাইনে অর্ডার করে হোমসার্ভিস নিয়ে ঘরে বসেও।
গ্রুপ থিয়েটার, সিনেমা, নাটক ও চলচ্চিত্র তৈরীর বিভিন্ন শাখায় সুদ্বীর্ঘ ২৩ বছর জড়িয়ে থাকা বাবু রহমান এখানে তার অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন অঅনতরিকতার সাথে। দ্বীর্ঘ সাতাশ দিন শুটিং শেষে একটানা চারমাসের এডিটিং সম্পন্ন করার পর সুসম্পন্ন হয়েছে চলচ্চিত্রের প্রশিক্ষণবান্ধব তিনখন্ড টিউটোরিয়াল ডিভিডি। এখানে শিক্ষণীয় বিষয়গুলো বর্ণিত হয়েছে সরল বাংলায়। প্রতিটি ডিভিডি’তে থাকছে প্রায় আড়াই-তিনঘন্টা ব্যপ্তির ভিডিও-লেসন, ৭-৮টি করে পর্ব। টু-ডি/থ্রী-ডি এ্যানিমেশন, ঐতিহাসিক দুর্লভ অনেক ভিডিও ফুটেজ, আফটার ইফেক্ট, কম্পিউটর গ্রাফি, এমন নানাবিধ মাধ্যমের ব্যবহার করে বর্ণিত হয়েছে ক্যামেরা ও চলচ্চিত্রের ইতিহাস, ক্যামেরা অপারেশন ও মেইন্টেন্যান্স, ভিডিও-ভিডিও ফর্ম্যাট, লাইট, ফটোগ্রাফিতে লাইটের ব্যবহার, কালার টেম্পারেচার, লেন্স ও লেন্সের প্রকারভেদ, আইরিস, শাটার, ফোকাল লেংথ, ডেপথ অব ফিল্ড, পিক্সেল-রেজুলুশন, এনডি ফিল্টার, ভিডিও গেইন, হোয়াইট ব্যালেন্স, এক্সিস লাইন, এসপেক্ট রেশিও, সাউন্ড, মাইক্রোফোন, ইমেজ সেন্সর, টেলিভিশন-ব্রডকাষ্ট, এমন আরো সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক বিষয়। ভিডিওগ্রাফি ও চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত শিক্ষনীয় বিষয়াদি এতোটা বিস্তারিতভাবে ইতিপূর্বে কোন ডিভিডিতে পাওয়া গেছে বলে জানা যায় না।
বিগত দুটি দশকে দেশের ভিজুয়াল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ সম্প্রসারণ ঘটেছে। আমাদের মিডিয়া বিশ্বব্যাপি বিস্তৃত হয়েছে, সেখানে অন্নসংস্থান হয়েছে লক্ষ লক্ষ মানুষের। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের চলচ্চিত্রের ভুবন এখন প্রশিক্ষিত জনশক্তির অংশগ্রহণের দাবী রাখে। এখানে পেশাজীবীর আধিক্য থাকলেও পেশাদারিত্বের অভাব রয়েছে প্রকট। অভিজ্ঞরা নানাকারণে দুর্ভাগ্যজনকভাবে কোণঠাসা হয়ে আছেন, চলচ্চিত্র এগিয়ে চলছে অনেক অনভিজ্ঞ জনবলের কাধে চড়ে, অনেকটা ভাগ্যনির্ভর হয়েই। অনেকেই সুযোগ পেয়েছেন, একের পর এক কাজ করে যাচ্ছেন। ব্যস্ততার বাস্তবতায় নুতন করে আর শিখছেন না, শেখার সুযোগ পাচ্ছেন না বা শেখার প্রয়োজনটাও বোধ করছেন না। ফলে চলচ্চিত্র সেবীদের অধিকাংশ নিজেরাই জানেন না যে ওনারা জানেন না। আগ্রহী সর্বস্তরের চলচ্চিত্রসেবীদের জন্য জানার-শেখার পথটি সহজ-সুগম করা গেলে সংশ্লিষ্টরা দায়িত্ববোধে সমুজ্জল হবেন, সেখানে পেশাদারিত্বের সৃষ্টি হবে, শক্তিমান হয়ে গ্রহণযোগ্যতার পথে এগিয়ে যাবে আমাদের চলচ্চিত্র। ষোল কোটি মানুষের দেশের এই বিশাল বাজারটা ঘরমুখো রাখতে হলে চলচ্চিত্রকে সমৃদ্ধ হতে হবে। মানসম্পন্ন-বিনোদনপূর্ণ চলচ্চিত্রের হাত ধরে বিকশিত হবে ঘরের পণ্য। বাবু রহমান মনে করেন, চলচ্চিত্র ভ’বনে আগ্রহী সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য ডিভিডিগুলো আলোর দিশারী হয়েই কাজ করবে।

Featured বিজ্ঞান প্রযুক্তি