এবার ন্যানোর থেকেও পাওয়া যাচ্ছে সস্তার গাড়ি!। গাড়ির আবিষ্কারক আজমেরের বাসিন্দা রবি পারোদা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তিনি স্বপ্ন দেখতেন একদিন সব ঘরেই গাড়ি থাকবে। তাই বানিয়ে ফেললেন ন্যানোর থেকেও সস্তার গাড়ি। ঝালওয়ারের সরকারি কলেজে পড়াশোনা করেন তিনি। বাইকের ইঞ্জিন দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন একটা আস্ত গাড়ি। এই সবকিছু করতে তার খরচ হয়েছে মাত্র ৪০ হাজার টাকা। গ্রামের মানুষের কাছেও গাড়ি থাকবে এই স্বপ্নই দেখতেন রবি। শেষমেশ বানিয়ে ফেললেন তেমনই একটা স্বপ্নের গাড়ি। গাড়িটির টেস্ট রানও সেরে ফেলেন তিনি। তার দাবি গাড়িটির মাইলেজ ৫০ কিলোমিটার/লিটার। চার সিটের এই গাড়ির ১৫০০ সিসি-র ইঞ্জিন। গাড়িটি যাতে বায়ো-ফুয়েলে চলে সেই চেষ্টাই আপাতত চালিয়ে যাচ্ছেন রবি।