বৃটেনে চোখ ও হৃদযন্ত্রের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ডিপ্লোমেটিক কোরের ডিন রবার্ট গিবসন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
চিকিৎসার জন্য ২৩ আগস্ট লন্ডনে যান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে চোখের এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হৃদযন্ত্রের চিকিৎসা নিয়েছেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি গত মার্চেও চিকিৎসার জন্য বৃটেন গিয়েছিলেন।