প্রসঙ্গ ‘নির্বাসিত’

প্রসঙ্গ ‘নির্বাসিত’

একজন নির্বাসিত সাহিত্যিক ও তার পোষ্য বিড়ালকে ঘিরে একটি চলচ্চিত্রের পটভূমি। নিজ দেশ থেকে নির্বাসিত হয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন যিনি, হঠাত্ করে সেখান থেকেও বিতাড়িত হতে হয় তাকে। ওপার বাংলার সুপরিচিত অভিনেত্রী চূর্ণী sadljasndljksadsaগঙ্গোপাধ্যায়ের নির্মাণে প্রিয় পোষ্যর সঙ্গে সাহিত্যিকের বিচ্ছেদ ও বিচ্ছেদ যন্ত্রণার গল্প ‘নির্বাসিত’ ছবির অনুপ্রেরণা তসলিমা নাসরিন।
২৮ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি। এ সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যমকে তসলিমা নাসরিন জানান, ‘নির্বাসিত ছবির নারী চরিত্রটি কিছুটা নাসরিনের মতো, তবে সে কিন্তু পুরোটাই ভিন্ন ব্যক্তি। নির্মাতা এটি তৈরি করতে হয়তো আমার জীবনের একটা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তবে ছবিটি তিনি ব্যক্তি তসলিমা নাসরিনকে নিয়ে তৈরি করেননি’।
কলকাতা, সুইডেনে ছবিটির দৃশ্য ধারণ হয়েছে। নির্বাসিত নির্মাণে নৈপুণ্য দেখিয়েছেন চূর্ণী। পরিচালনার পাশাপাশি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে হাজির হয়েছেন তিনি। তবে নির্বাসিতের কোথাও উচ্চারিত হয়নি তসলিমার নাম।
চূর্ণীর সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন কৌশিক গাঙ্গুলি। এতে আরো অভিনয় করেছেন রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, লিয়া বয়সেন ও মার্টিন ওয়ালস্ট্রোম।

Featured বিনোদন