অভিবাসী সংকট নিরসনে জরুরি বৈঠক ডেকেছে ইইউ

অভিবাসী সংকট নিরসনে জরুরি বৈঠক ডেকেছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, অভিবাসী সংকট মোকাবেলার জন্য আগামী ২ সপ্তাহের মধ্যে ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসবেন। ইইউ’র বর্তমান সভাপতি দেশ লুক্সেমবার্গ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিবাসী সংকট অন্য যেকোনো সময়ের তুলনায় সংকটজনক হয়ে উঠেছে।kjsadkasdlamk;s
ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স বলছে, ইটালি ও গ্রিসে পৌছনো মাত্রই অভিবাসীদের তালিকাভুক্ত করা হবে এবং তাদের আঙুলের ছাপ নেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসা বহু অভিবাসীদের মধ্য থেকে কিছু মানুষকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনে ‘সেফ কান্ট্রিজ অফ ওরিজিন’ বা ‘নিরাপদ দেশ থেকে আসা’ দেশের একটি তালিকা ইইউ’র থাকা দরকার বলে মনে করে এই দেশ তিনটি। সূত্র : বিবিসি বাংলা

Featured আন্তর্জাতিক