সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (এসইসি) ৯ কর্মকর্তার নিয়োগকে উদ্বৃত্ত ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা নির্দেশনাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
একই আদেশে ওই ৯ ব্যক্তিগত কর্মকর্তার মধ্যে থেকে চাকরি বিধি মোতাবেক ২৫ শতাংশ হারে সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এ রায় দিয়েছেন।
জানা গেছে, এসইসি’র ৯ জন ব্যক্তিগত কর্মকর্তার সহকারী পরিচালক পদে পদোন্নতি নিয়ে ২০১০ সালে অর্থমন্ত্রনায় ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের মধ্যে টানাপড়েন তৈরি হয়। একই বছরের ২৭ অক্টোবর এসইসি’র ওই ৯ ব্যক্তিগত কর্মকর্তাকে চাকরিতে উদ্বৃত্ত ঘোষণা করে তাদের চাকরি নিয়মিতকরণের জন্য এসইসি’র প্রতি নির্দেশনা জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়। সরকারি চাকরিবিধি ১৯৮৫ অধ্যাদেশের আওতায় এ নির্দেশনা জারি করা হয়।
ওই আদেশের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, অর্থ মন্ত্রনালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এসইসি’র চেয়ারম্যানকে বিবাদী করে ৯ কর্মকর্তা আদালতে একটি রিট আবেদন করেন। বাদীর পক্ষে এসইসি’র ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ ২০১১ সালের ২২ মে রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত বছর ১ জুন বিচারপতি এ এইচ এম সামছুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, অর্থ মন্ত্রনালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এসইসির চেয়ারম্যানের প্রতি রুল নিশি জারি করেন।
রুল নিশিতে জনপ্রশাসনের ওই নিদের্শনাকে কেন বেআইনি, কর্তৃত্ব বহির্ভুত ও অবৈধ বলে আদেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
একই সঙ্গে আদালত ওই ৯ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে নিয়োগ দেয়ার আগে অন্য কাউকে সহকারী পরিচালক পদে নিয়োগ প্রদান কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চান।
রিটের ওপর দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত ওই ৯ কর্মকর্তার নিয়োগকে উদ্বৃত্ত ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা নির্দেশনাকে অবৈধ ঘোষণা করেন।
একই রায়ে ওই ৯ ব্যক্তিগত কর্মকর্তার মধ্য থেকে চাকরিবিধি মোতাবেক ২৫ শতাংশ হারে সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।
এদিকে বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রব চৌধুরী।
৯ ব্যক্তিগত কর্মকর্তা হলেন-জালাল উদ্দিন আহমেদ, শাহানা পারভীন, আশরাফুল আলম, নান্নু ভূঁইয়া, মাহফুজুর রহমান, খন্দকার মোহাম্মদ হাবিবুল্লাহ, মুন্সী মুহাম্মদ এনামুল হক ও জিয়াউন্নাহার শরীফ।