পুঁজিবাজারে সূচক কমেছে

পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে চার হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা কম।jsadlkajsldka

রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

রোববার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, সামিট পূর্বাঞ্চল, ইউনাইটেড পাওয়ার, বারাকা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, লার্ফাজ সুরমা, ফার কেমিক্যাল, আলহাজ্ব টেক্সটাইল ও বিবিএস।

এদিকে সিএসইতে সাধারণ সূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আট হাজার ৯৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩ কোটি আট লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

Featured অর্থ বাণিজ্য