বহুদিন ধরে কাজের লোকের দেখা নেই। সঙ্গে আপনার নিত্যসঙ্গী হয়ে উঠেছে বাতের ব্যথা, আর্থারাইটিস। তাই, জামা কাপড় পরিষ্কার করতে ওয়াশিং মেশিনই হয়ে উঠেছে একমাত্র ভরসা। কিন্তু, অনেকেরই পক্ষে তা কেনা সম্ভব হয়ে ওঠে না। তার উপর রয়েছে আরও বেশ কিছু সমস্যা। বিদ্যুতের বিল দেখলে অনেকসময়ই চক্ষু চড়কগাছ হয়ে ওঠে।
এই সব সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের তিন বিজ্ঞানী তৈরি করেছেন নতুন ধরণের ওয়াশিং মেশিন। আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকলেও তা দিব্যি চলবে। আগের মতোই জামা কাপড় পরিষ্কার করতে পারবেন আপনি। এবং তা আকারেও তুলনায় অনেকটাই ছোট। এর ফলে গ্রামের মহিলারাও উপকৃত হবেন। কারণ তাদের বহু দূরে গিয়ে কাপড় পরিষ্কার করতে হয়। এখন শুধু বাজারে আসার অপেক্ষা।