মন্ত্রীর নেতৃত্বে পর্ষদের দাবিতে সোমবার সমাবেশ বিমান বাঁচাও পরিষদের

মন্ত্রীর নেতৃত্বে পর্ষদের দাবিতে সোমবার সমাবেশ বিমান বাঁচাও পরিষদের

বিমানমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে আগামী সোমবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ঐক্য পরিষদ ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এ সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় বৃহস্পতিবার রাতে এক সভায় পরিষদ এই নতুন কর্মসূচি ঘোষণা করে।

সভা শেষে পরিষদের আহবায়ক মশিকুর রহমান রাতে বলেন, ‘সোমবারের সমাবেশ হবে বিমানের ইতিহাসের স্মরণকালের বৃহত্তম সমাবেশ। এই সমাবেশ থেকেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সেই কর্মসূচি হবে এক দফার কর্মসূচি।’

তিনি বলেন, ‘আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর নেতৃত্বে বিমানের নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানাচ্ছি।’

সোমবার বিকেল তিনটায় বিমানের প্রধান ভবন বলাকার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারী ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’র ব্যানারে সম্প্রতি এ আন্দোলন শুরু করেছেন।

পরিষদের আহবায়ক মশিকুর রহমান বলেন, ব্যর্থ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বিমানকে পুনরায় সরকারের কর্তৃত্বাধীন করতে হবে। কারণ এই পর্ষদের আমলে বিমান হাজার হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এ পর্ষদ যদি বহাল থাকেন তবে বিমান আর কখনো লাভের মুখ দেখবে না।

এর আগে বিমান বাঁচাও ঐক্য পরিষদ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বিমানের প্রধান কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

অর্থ বাণিজ্য