বড় ধরনের এক আন্তর্জাতিক সমীক্ষা শেষে বিজ্ঞানীরা বলছেন, আত্মহত্যার চেষ্টা করেছে এমন মানুষের আচরণের মধ্যে এক ধরনের সাদৃশ্য পেয়েছেন তারা। ইউরোপিয়ান কলেজ অব নিউরো-সাইকো-ফার্মাকোলজির এই সমীক্ষায় মূলত আত্মহত্যাপ্রবণ মানুষের আচরণের ওপর নজর দেয়া হয়েছে। তারা দুই দল মানুষের আচরণের তুলনা করেছেন। এদের একদল এক বা একাধিক বার আত্মহননের চেষ্টা করেছে, আরেকদল বিষণ্ণতার রোগী কিন্তু কখনো আত্মহননের চেষ্টা করেনি।
গবেষকরা বলছেন, যেসব বিষণ্ণতায় ভোগা মানুষ যথেচ্ছ গতিতে গাড়ি চালায়, কোনো কিছুতে বাছবিচার করে না এবং ঘরের মধ্যে অকারণ পায়চারী করে, তাদের আত্মহননের চেষ্টা চালানোর সম্ভাবনা শতকরা ৫০ ভাগ বেশী।
বিজ্ঞানীরা আশা করছেন, গবেষণার এই ফলাফল ব্যবহার করে বিষণ্ণতার চিকিৎসা আরও কার্যকর করা সম্ভব হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর বিশ্বে আট লাখ মানুষ আত্মহত্যা করে এবং ব্যর্থ চেষ্টা চালায় এর ২০ গুণ বেশি মানুষ। সূত্র : বিবিসি বাংলা