দাবি না মানলে কঠোর কর্মসূচি বিমান বাঁচাও ঐক্য পরিষদের

দাবি না মানলে কঠোর কর্মসূচি বিমান বাঁচাও ঐক্য পরিষদের

বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানা হলে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’ কঠোর কর্মসূচি দেবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তারা।

‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’র আহবায়ক মশিকুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার মধ্যে দাবি না মানলে সন্ধ্যায় সভা ডেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’র ব্যানারে বিমানের কর্মকর্তা-কর্মচারীরা পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বিমানের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ব্যর্থ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বিমানকে পুনরায় সরকারের কর্তৃত্বাধীন করতে হবে। কারণ, এই পর্ষদের আমলে বিমান হাজার হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এরা বহাল থাকলে বিমান আর কখনো লাভের মুখ দেখবে না।

অর্থ বাণিজ্য