পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রাকৃতিক রূপ লাবণ্যে অনন্য এই স্থানটি। যেখানে পাহাড়, নদী ও সাগর একে অপরকে আলিঙ্গন করে একঘরে বসবাস করে। সেখানেই ২০১৪ সালে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছিল “ওয়ালটন প্রথম বিচ ফুটবল টুর্নামেন্ট।” এবারও এই টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে এসেছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারের লাবনী পয়েন্টে শনিবার শুরু হয়েছে “ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৫।” চারদিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
শনিবার বিকাল চারটায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার লাবনী পয়েন্টে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি মো: আলী হোসেন, জেলা প্রশাসক, কক্সবাজার।
বিশেষ অতিথি ছিলেন শ্যামল কুমার নাথ, পুলিশ সুপার কক্সবাজার। আরো উপস্থিত ছিলেন মজিবর রহমান, চেয়ারম্যান, সভাপতি, শহর আওয়ামী লীগ, কক্সবাজার। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সভাপতি, টুর্নামেন্ট কমিটি।
উদ্বোধনী দিনের খেলায় কোটবাজার খেলোয়াড় সমিতি ৩-২ গোলে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ পরাজিত করে।
এবারের এই ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করছে। দলগুলো হল- আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাব।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা পাবে। রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা। অন্যান্য সকল দলকে অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা করে দেয়া হবে।