শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্ট শুরু হবে বুধবার। টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বিসিবির শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলটি। ম্যাচে গ্যালারিতে দর্শকদের প্রবেশ উন্মুক্ত থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বুধবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে এমন টুর্নামেন্ট এবারই প্রথম হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) সঙ্গে এই আয়োজনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
ফাইনালসহ ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। পাঁচ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
বিসিবি টি-২০ স্কোয়াড: এসএম শাহরিয়ার শামীম, মোহাম্মদ মনিরুজ্জামান, আমিন উদ্দিন, আলম খান, অপূর্ব পাল, ধ্রুপম পত্রনবীশ তীর্থ, সুজাজুল ইসলাম, রিফাত হোসেন, রাসেল শিকদার. মামুনুর রশীদ, সানা উল্লাহ, জাহিদ হাসান, শরীফুল ইসলাম ও ফয়সাল খান। অপেক্ষমান: শাওন মাহমুদ, সুজন দেবনাথ ও শফিউল ইসলাম খান।
কোচ ও ম্যানেজার: মাসুদ হাসান। সহকারী কোচ: রাশেদ ইকবাল। ফিল্ডিং কোচ: রায়হান গাফ্ফার সায়মন। ফিজিও: কাজী এমদাদুল হক।