পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকতে পারবে। দেশ দু’টির মধ্যে বিরাজমান উত্তেজনা সম্পর্কের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচে ভারতীয় কর্তৃপক্ষের অনীহার পরিপ্রেক্ষিতে এ ধারণা ব্যক্ত করেন তিনি। খ্যাতনামা একটি ক্রিকেট ওয়েবসাইট শাহরিয়ার খানের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন।
বর্তমানে বিরাজমান পরিস্থিতিতে পাকিস্তান-ভারত ক্রিকেট সিরিজের সম্ভাবনা প্রায় নেই উল্লেখ করে তিনি বলেন, ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না এটা ইসলামাবাদকে মেনে নিতেই হবে। ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে এখনো পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে অস্বীকার করে নি বলেও জানান তিনি। তিনি বলেন, অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করতে পারে না পিসিবি বরং বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
অদূর ভবিষ্যতে দু’দেশের সম্পর্কের কিছু উন্নতি হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, ক্রিকেটকে রাজনীতির শিকারে পরিণত করা উচিত নয়। বিসিসিআই কতোটা বিশাল এবং ভারতের সঙ্গে খেলার সুফল সম্পর্কে অবহিত আছেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, টিকে থাকার জন্য পাকিস্তান ক্রিকেটকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর নির্ভর করতে হবে না। ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি।
২০০৭- ০৮ সালে পাকিস্তান-ভারত শেষ ওডিআই সিরিজ খেলেছে এবং এ সিরিজ ভারতে অনুষ্ঠিত হয়েছে।