ফেসবুকে এবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘ফেসবুক এম’

ফেসবুকে এবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘ফেসবুক এম’

আপনার সহকারী থাকতে নিজের স্মার্ট ফোন হাতে কেন ব্যবহার করবেন? এতদিন অ্যাপেল গ্রাহকেরা বুক উচিয়ে এই ডায়ালগটাই দিয়ে গিয়েছেন। এবার আপনার পালা। অ্যাপল সিরির সঙ্গে প্রতিযোগিতায় এবার ফেসবুক মেসেজিং অ্যাপেও jasdnasdasভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যোগ হচ্ছে। ‘এম’ অক্ষরের নীল রঙের আইকনটি আপাতত পরীক্ষার পর্যায়ে রয়েছে। কয়েকদিনের মধ্যেই হাতে গোনা কয়েকজনের কাছে পৌঁছবে অ্যাপটি।
ফেসবুক ম্যাসেজিং অ্যাপের মূল ডেভলপার ডেভিড মারকাস বলেন, ‘আজ আমরা ‘এম’ নামের নতুন একটি সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছি। ফেসবুক মেসেঞ্জারে ব্যক্তিগত সহকারীর ভূমিকায় এম মূলত আপনার হয়ে নানা কাজ করবে এবং তথ্য খুঁজে দেবে।’
অন্যান্য ডিজিটাল সহকারীর সঙ্গে এমের পার্থক্য, এটি শুধু তথ্য খুঁজবেই না, কাজও করে দেবে। ডেভিড মার্কাসের ভাষায়, ‘এটা পণ্য কিনবে, প্রিয়জনকে উপহার পাঠাবে, রেস্তোরা খুঁজে দেবে কিংবা ভ্রমণের বন্দোবস্ত করবে।’ ’
গত কয়েকবছরে বিশ্বের সবথেকে পরিচিত মোবাইল অ্যাসিস্ট্যান্ট সিরি। এছাড়াও রয়েছে মাইক্রোসফট ও অ্যামাজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রতিযোগিতার বাজারে ৭০০ মিলিয়ন ম্যাসেজিং গ্রাহকের কাছে নতুন চমক নিয়ে হাজির হতেই এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উদ্ভাবন করেছে ফেসবুক।

Featured বিজ্ঞান প্রযুক্তি