ভোলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

ভোলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলার আবুল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে।

এরা হচ্ছেন- চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মান্নান (৭০), একই পরিবারের মিজানুর রহমানের স্ত্রী লিপি (২৫) ও তার ছেলে সিহম (৩)।

নিহত অপরজন ট্রাক চালকের সহযোগী। তার পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় আহত আরও ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হচ্ছেন- চরফ্যাশন উপজেলার মাদ্রাস ইউনিয়নের চর গ্রামের আজাহার পাটেয়ারীর ছেলে আমির হোসেন (২৮) ও তজুমদ্দিন উপজেলার উপজেলার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চরফ্যাশন থেকে মালবাহী একটি ট্রাক (চট্ট মেট্রো-০৫-০৫-৬৭৭) ভোলায় আসছিল।

এ সময় ভোলা-চরফ্যাশন সড়কের আবুল বাজার এলাকায় হঠাৎ করেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান।

বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।’

বাংলাদেশ