দিল্লির অত্যন্ত এলিট ঠিকানা ঔরঙ্গজেব রোডের নামই মুছে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কি বলেন, অতীতকে অস্বীকার? না, তা নয়। সদ্য-অতীত ভারতের ‘মিসাইল ম্যান’কে জায়গা করে দিতেই মোছা হচ্ছে মুঘল সম্রাটের নাম। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, খুব শিগগির ঔরঙ্গজেব রোডের নাম বদলে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের নামে করতে চলেছেন।
কেজরিওয়ালের টুইট: Congrats| NDMC সিদ্ধান্ত নিয়েছে ঔরঙ্গজেব রোডের নাম হবে এপিজে আব্দুল কালাম রোড। এক ঘণ্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর করা টুইট ৯০০ বার রি-টুইট হয়েছে। কেউ কেউ আবার নিচে কমেন্টও করেছেন। যার অর্থ, সিদ্ধান্ত বিজেপির, ক্ষীর খাচ্ছেন কেজরিওয়াল।
বিজেপির মহেশ গিরি এ মাসের গোড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই প্রস্তাব পেশ করে চিঠি লিখেছিলেন। তাঁর প্রস্তাব ছিল, যদি ঔরঙ্গজেব রোডের নাম বদলে, প্রয়াত আব্দুল কালামের নামে করা যায়। গত ২৭ জুলাই প্রয়াত হন কালাম। স্বভাবতই অরবিন্দ কেজরিওয়ালের এদিনের ঘোষণায় খুশি হয়েছেন মহেশ। অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্তের প্রশংসা করে, টুইট করেছেন বিজেপির পূর্ব দিল্লির সাংসদ মহেশ গিরি। অন্য সাংসদরাও যাতে দিল্লি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন, টুইটে সেই আর্জিই জানিয়েছেন মহেশ।
মহেশ লেখেন, পিপলস প্রেসিডেন্টকে সম্মান জানাতে ঔরঙ্গজেব রোডের নতুন নামকরণের প্রস্তাব করেছিলাম। প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতি ধরে রাখার জন্য দিল্লি সরকারের এটা একটি ভালো পদক্ষেপ বলে উল্লেখ তাঁর। মহেশের কথায়, কোনও ‘ডেভিল’-এর নামে কি আমরা কখনও ছেলেমেয়ের নাম রাখি? তাঁর কথায়, আমরা ইতিহাসকে বদলাতে পারব না। কিন্তু, কিছু ভুলকে তো ঠিক করতে পারি।
সবাই যে এই নাম বদলের পক্ষপাতী, তা কিন্তু নয়। কারও কারও মত, রাস্তার নতুন করে নাম করলে ভারতের ইতিহাস বদলানো যাবে?