সম্প্রতি ‘এইস’ সিরিজের সর্বশেষ হ্যান্ডসেট গ্যালাক্সি এইস নেক্সট টু-এর উদ্বোধন করেছে স্যামসাং। সাদা ও কালো ২টি রঙে হ্যান্ডসেটটি মাত্র ৬ হাজার ৯৯০ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় সেলফোন অপারেটর রবি ফোনটির সঙ্গে দিচ্ছে ৩ হাজার ৫০০ টাকা সমমূল্যের বান্ডেল অফার। এ বান্ডেল অফারটিতে রয়েছে ৬ জিবি ইন্টারনেট, ১ হাজার ৫০০ মিনিট টকটাইম (রবি-রবি) এবং ৭৫০ মিনিট টকটাইম (রবি-অন্যান্য লোকাল অপারেটর)।
গ্যালাক্সি এইস নেক্সট টুতে আছে ৪ ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ টিএফটি ডিসপ্লে, এক দশমিক দুই গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ এমবি র্যাম, পেছনে তিন মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা। এর বিল্টইন মেমোরি ৪ গিগাবাইট ও ব্যাটারি এক হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের। ওয়াই-ফাই, ব্লুটুথ, থ্রিজি এবং মাইক্রো-ইউএসবি সমর্থন করে এটি।
আল্ট্রা পাওয়ার সেভিং মোড-সমৃদ্ধ ১ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারিসংবলিত ডিভাইসটিতে আরো রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, গ্লোনাস, থ্রিজি ও মাইক্রো-ইউএসবি সেবা।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘বাংলাদেশে স্মার্টফোনের বাজার দ্রুত বর্ধনশীল হওয়া সত্ত্বেও এখনো ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি। প্রথমবার যারা স্মার্টফোন ব্যবহার করবেন তাদের কথা মাথায় রেখে গ্যালাক্সি এইস নেক্সট টু বাজারে নিয়ে এসেছি।’