ভারতের দামি পেঁয়াজ সস্তায় রফতানি বাংলাদেশে

ভারতের দামি পেঁয়াজ সস্তায় রফতানি বাংলাদেশে

কলকাতা: এমন শিরোনাম দিয়ে আজ নিউজ করেছে ভারতের একটি অনলাইন নি্উজ পোর্টাল।oiajdpsa

প্রতিবেদনে বলা হয়, ভারতের মানুষ যখন প্রতি কেজি ৮০ থেকে ৯০ রুপি দরে পিয়াজ কিনছেন তখন বাংলাদেশে সেই পেঁয়াজ রফতানি হচ্ছে মাত্র ২৬ রুপি কেজি দরে। দেশের বাজারে পিয়াজের চাহিদা সাড়ে আট লক্ষ মেট্রিকটন। কিন্তু গত বছর মাত্র ৪ লক্ষ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদন হয়েছিল। স্বাভাবিক ভাবে চাহিদার তুলনায় উৎপাদান কম হওবায় দেশের বাজারে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিয়াজের দাম। মধ্যবিত্তের রান্নাঘরে কার্যত আগুন জ্বলছে। অথচ এই পেঁয়াজ অর্ধেকের চেয়ে কম দামে কিনছে বাংলাদেশ। ভারতে যখন পেঁয়াজের আকাল চলছে তখন প্রতিদিন প্রায় ৪০ লরি পিয়াজ সস্তায় মালদহের মহোদিপুর সীমান্ত দিয়ে পারড়ি দিচ্ছে বাংলাদেশে।ভারতীয় ব্যবসায়ীদের আশঙ্কা দ্রুত কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে পেঁয়াজের আকাল দেখা দিবে। আর খোলা বাজারে পেঁয়াজের মূল্য ১০০ রুপি ছাঁড়াবে। অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জানিয়েছেন, মোদি সরকার দেশে আচ্ছে দিনের আশা দেখালেও, সেই আশা আমজনতার কাছে কার্যত বিশবাঁও জলে। তার ওপর দেশের সম্পদ কম দামে বাংলাদেশে রফতানি হওয়ায় কার্যত বিপাকে ভারতের সাধারণ মানুষ।

Featured অর্থ বাণিজ্য