ভারত ও পাকিস্তানের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় কমপক্ষে ৩জন গ্রামবাসীসহ ৯জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এ সময় ১০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে৷ আজ শুক্রবার ভারত ও পাকিস্তানের বিতর্কিত সীমান্তে দু’পক্ষের গুলিবিনিময় হলে ওই বেসামরিক নাগরিকরা নিহত হন। নিহতদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের কাছে গুলিতে ৬জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপর দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ৩জন গ্রামবাসী নিহত হয়।
সেনা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীনগরের পুরা ও আরনিয়া জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাক সেনা৷ ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয় । এসময় গুলিবিদ্ধ হয়ে ৩ ভারতীয় গ্রামবাসী নিহত হয়। এখনও গুলির লড়াই চলছে বলে জানা গেছে৷