ঢাকা-সিলেট মহাসড়কে আজ ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

ঢাকা-সিলেট মহাসড়কে আজ ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি ব্রিজ স্থাপনের কাজ শুরু করায় এ মহাসড়কে সব ধরনের যান চলাচল আজ বন্ধ থাকবে।asdnasjsdad
আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংস্কার কাজ শেষ করে রাত ১২টার পর থেকে সব ধরনের যান চলাচলের জন্য রাস্তা উম্মুক্ত করে দেয়া হবে।
এ বিষয়ে সওজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর উপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে স্টিল সেতু (বেইলি ব্রিজ) স্থাপন করা হবে। এ কারণে আজ শুক্রবার সকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এজন্য, সেতু মেরামতের সময় ঢাকা থেকে সিলেটগামী ছোট যানবাহনগুলোকে সরাইল-নাসিরনগর সড়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া-বিজয়নগর উপজেলার ভেতরের চান্দুরা সরু সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এসব সংযোগ সড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২ মিটার দীর্ঘ শাহবাজপুর তিতাস সেতুর উপর দিয়ে প্রতিদিন গড়ে ১৬ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে।

Featured বাংলাদেশ