সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ জানান, একদিনে ১০০ কোটি মানুষ লগইন করে রেকর্ড গড়েছে ফেসবুক। অর্থাৎ বিশ্বের প্রতি ৭ জনে ১ জন। যা ফেসবুকের ইতিহাসে ১ম। আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অতিক্রম করলাম। পোস্টে তিনি লেখেন, এই প্রথমবার আমরা মাইলস্টোন স্পর্শ করলাম। পৃথিবীকে সংযুক্ত করার এটি শুরু মাত্র। প্রথমবারের মতো ১ দিনে ১ বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করলেন। তিনি লিখেছেন, সোমবার এ পৃথিবীর প্রতি ১জনের মধ্যে ১জন তাদের বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন ফেসবুকের মাধ্যমে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিমাসে ১৪৯ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর ওইদিন প্রতি ৩জন ব্যবহারকারীর মধ্যে ২জন লগইন করেছিলেন।