৩০ দিনে সাড়ে ৭ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০!

৩০ দিনে সাড়ে ৭ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০!

চলতি বছরের ২৯ জুলাই বাজারে উন্মুক্ত হয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফ্ট উইন্ডোজ ১০। বহুল প্রত্যাশিত এই অপারেটিং সিস্টেম উন্মোচনের খুব একটা বেশি দিন হয় নায়। কিন্তু এরই মধ্যে কম্পিউটার, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস মিলে প্রায় সাড়ে ৭ কোটির বেশি ডিভাইসে ব্যবহৃত হচ্ছে এ অপারেটিং সিস্টেম। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।pasjdpals,dlas
উন্মোচনের সময় ১০০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাইক্রোসফট।
গত বুধবার মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড ডিভাইস বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি টুইট করে বলেন, ৯০ হাজার ভিন্ন ভিন্ন মডেলের কম্পিউটার ও ট্যাবলেটে ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ ১০। এই সফটওয়্যারে সাড়ে সাত কোটি ডিভাইস চলছে।
উন্মোচনের পর থেকেই উইন্ডোজ সেভেন এবং ৮.১ এর বৈধ সংস্করণ ব্যবহারকারীদের বিনামূল্যে আপগ্রেডের সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়।
উইন্ডোজ ১০ এ স্টার্ট বাটন, ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কর্টানা, নতুন এজ ব্রাউজার ও বেশ কিছু নতুন ফিচার থাকায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিশ্লেষকদের মতে, উইন্ডোজ ৮ এর চেয়ে উইন্ডোজ ১০ অনেক ভালো।
চলতি বছরের নভেম্বর মাসেই উইন্ডোজ ১০ এর মোবাইল অপারেটিং সিস্টেমটিও উন্মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে মাইক্রোসফ্ট।

Featured বিজ্ঞান প্রযুক্তি