বর্তমানে টেস্ট ক্রিকেটের সেরা স্পিনার পাকিস্তানের ইয়াসির শাহ। ভারতের রবিচন্দ্রন অশ্বিন, বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলংকার রঙ্গনা হেরাথ ও অস্ট্রেলিয়ার নাথান লিঁকে পেছনে ফেলে ইএসপিএনক্রিকইনফোর ভোটে চলতি বছরের সেরা টেস্ট স্পিনারের খেতাবটা পেয়েছেন ইয়াসির। ভোটে তৃতীয় হয়েছেন সাকিব।
২০১৪ সালের অক্টোবরে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয় ইয়াসিরের। গত বছর মোট পাঁচটি টেস্ট খেলেন তিনি। গেল বছর ডান-হাতি এই লেগ-স্পিনারের উইকেটসংখ্যা ছিলো ২৭টি। তাই টেস্ট ক্যারিয়ারের প্রথম বছরেই নিজের জাত চিনিয়েছিলেনর ইয়াসির।
পরের বছর অর্থাৎ ২০১৫ সালেও বল হাতে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন ইয়াসির। চলতি বছরও এখন পর্যন্ত ৫ ম্যাচে অংশ নিয়েছেন তিনি। তবে এবার আগের বছরের চেয়ে বেশি উইকেট শিকার করেছেন ইয়াসির। ৩৪টি। ফলে চলতি বছর উইকেট শিকারের তালিকায় বিশ্বের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। ১০ ম্যাচে ৪৪ উইকেট শিকার করে তালিকার প্রথমস্থানে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
আর স্পিনারদের তালিকা আমলে নিলে, সেরার অবস্থানে ইয়াসিরই। আর সেটি ভোটের মাধ্যমে প্রকাশ পেয়েছে বাস্তবে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ বছরের সেরা স্পিনার খুঁজতে গিয়ে ভোটের আয়োজন করে। সেখানে ৩১ শতাংশ ভোট পেয়ে বছরের সেরা স্পিনার হয়েছেন ইয়াসির।
দ্বিতীয় হয়েছেন অশ্বিন। ২৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাকিব। ১৬ শতাংশ ভোট পেয়েছেন হেরাথ। ৯ শতাংশ ভোট জুটেছে লিঁ’র ভাগ্যে। -সংবাদ সংস্থা