বিশ্বখ্যাত ম্যানেজমেন্ট কনসালটেন্ট টম কামিংস আজ শুক্রবার ঢাকায় আসছেন। এক সপ্তাহ ঢাকা সফরে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ভ্যালু ভিত্তিক ওয়ার্কশপ পরিচালনা করবেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। টম কামিংস খ্যাতিমান এক্সিকিউটিভ বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট পরামর্শক। টম ২৫ বছর যাবত একাডেমিক শৃংখলা, ইন্ডাস্ট্রিজ এবং ফাইনান্সিয়াল সার্ভিসের নেতৃবৃন্দ এবং কর্মীদের সাথে কাজ করছেন।
টম ইউনিলিভারের লার্নিং এবং অর্গানাইজেশনের গ্লোবাল হেড; এবিএন এএমআরও ব্যাংকের লিডারশীপ ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠান- শেল, কম্পাস গ্রুপ, ফরটিস, ম্যারাকন এবং বিইউপিএ’র প্ল্যানিং ও লার্নিং’র প্রোজেক্ট লিডার এবং এ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসব দায়িত্ব পালনের পাশাপাশি টম কামিংস সফল বিজনেস ট্রান্সফরমেশন এবং লার্নিং ভিহাইকেল তৈরি এবং কো-ডিজাইনও করেছেন যার অন্তর্ভুক্ত ক্যামব্রিজ এনার্জি রিসার্চ এসোসিয়েটস; এক্সিকিউটিভ লার্নিং পার্টনারশিপ; কমন পারপোস নেদারল্যান্ড; ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশন এবং গ্লোবাল এল্যায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালু (জিএবিভি)। টম কামিংস রচিত গ্রন্থ ‘লিডারশীপ ল্যান্ডস্কেপ’ এতে তার সহ-রচয়িতা ড. জেমস কিন (প্যালগ্রেভ ম্যাকমিলান ২০০৮)। এ গ্রন্থে টম কামিংস তার সৃদৃঢ় মনভঙ্গি এবং ব্যবসার প্রতি তার বর্ণাঢ্য দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন।
বর্তমানে টম কামিংস ট্যালবার্গ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার; নিয়েনরোড বিজনেস ইউনিভার্সিটি কর্পোরেট গভরনেন্স ইনিশিয়েটিভয়ের মেম্বার এবং লিডিং ভেঞ্চারস বি.ভি-এর ডিরেক্টর। তার বর্তমান কিছু প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ডাচ ডেভেলপমেন্ট ব্যাংক এফএমও এবং অ্যামস্টারডাম ইনস্টিটিউট অব ফাইনান্সের সাথে কাজ; ট্রাইওডোস ব্যাংকের সাথে চলমান প্রকল্প এবং এফএমও এর জন্য প্রকল্প। টম কামিংস তার ঢাকায় অবস্থানকালে ব্য্রাক ব্যাংক লিমিটেডে কয়েকটি সিনিয়র ম্যানেজমেন্ট ডিসকাশন এবং ২ দিনব্যপী কর্মশালা পরিচালনা করবেন।