নতুন করে গ্যালাক্সি নোট ৫ এর ডিজাইন ত্র“টি নিয়ে ঝামেলায় পড়েছে স্যামসাং। ফ্ল্যাগশিপ ডিভাইসটির এস পেন স্টাইলাসটি উল্টোভাবে প্রবেশ করালে তা আর বের করা যাচ্ছে না। জোর করতে গেলে ফোন ও পেন দুটিই অকার্যকর হয়ে যাচ্ছে!
এই ত্রুটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। এতে দেখানো হয়েছে, এস পেনটি ফোনের কাঠামোর সঙ্গে সহজেই রাখা যায়। কিন্তু পেনটি যদি কোনোভাবে উল্টো করে ফোনের খাপের মধ্যে রাখা হয় তখন স্প্রিং মেকানিজম কাজ না করায় তা ভেতরে আটকে যাচ্ছে।
এ ব্যাপারে স্যামসাং কর্তৃপক্ষের বক্তব্য হল, গ্যালাক্সি নোট ৫ এর স্টাইলাস নির্দেশনা ম্যানুয়াল দেখে রাখলে সমস্যা হবে না। কারণ, এটা ওইভাবেই তৈরি করা হয়েছে।
১৩ আগস্ট গ্যালাক্সি নোট ৫ এর ঘোষণা দেয় স্যামসাং। মুনাফায় শুরু হওয়া ভাটার টান রুখতে গ্যালাক্সি নোট ৪ এর পরবর্তী সংস্করণটি উন্মুক্ত করে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গ্যালাক্সি নোট ৫ ফ্যাবলেটে ৫.৬৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রেজ্যুলেশন ২৫৬০*১৪৪০ পিক্সেল। এতে ৩২ জিবির স্টোরেজ সুবিধা থাকবে। এর পাশাপাশি এতে ১২৮ জিবি স্পেস ব্যবহার উপযোগী একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে।
স্যামসাংয়ের বড় আকৃতির এই ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ।
ডিভাইসটিতে ছবি তোলা ও ভিডিও করার জন্য ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং সেলফি তোলা ও লাইভ চ্যাটের জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।