জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চেষ্টা চালাবেন ৩ কংগ্রেস ম্যান

জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চেষ্টা চালাবেন ৩ কংগ্রেস ম্যান

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা এবং শুল্ক ও কোটামুক্ত সুবিধা পুনরুদ্ধারে সেদেশের ৩ কংগ্রেসম্যান সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রদূত নিউইয়র্কে বুধবার কংগ্রেসম্যান পিটার টি কিং, ক্যারোলিন ম্যালোনি ও গ্রেস মেং’য়ের সঙ্গে বৈঠককালে তারা এ আশ্বাস দেন। বুধবার বিকেলে প্রাপ্ত ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়। দূতাবাসের পলিটিক্যাল কনস্যুলার নাইম উদ্দিন আহমেদ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।sandasdas
বৈঠককালে জিয়াউদ্দিন গত দুই বছরে শ্রমিকদের অধিকার সুরক্ষায় ব্যাপক পদক্ষেপের সুবাদে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদান ও জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে এটা ব্যাপকভাবে স্বীকৃত যে, শ্রমিকের অধিকার ও নিরাপত্তায় ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
জিয়াউদ্দিন বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেকসই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ অবশিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করবে। তিনি বলেন, এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কোন বিশেষ সুবিধা পাচ্ছে না। তিনি আরও বলেন, বাংলাদেশ জিএসপি সুবিধা না পাওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে না। জিএসপি সুবিধাপ্রাপ্ত অন্য দেশগুলো এই সুবিধা ভোগ করছে।
কংগ্রেসম্যানরা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া এবং শুল্কমুক্ত ও কোটা মুক্ত সুবিধা প্রদানে বাংলাদেশের পাশে থাকার স্বতস্ফূর্ত আগ্রহ ব্যক্ত করেছেন এবং এ লক্ষ্য অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ব্যাপারে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রদূত কংগ্রেসম্যানদের অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আরএমজি খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তার নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।
বৈঠককালে রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি এবং সাম্প্রতিক বিএনপি ও জামায়াত ইসলামী জোটের হিং¯্রতার ব্যাপারে কংগ্রেসম্যানদের অবহিত করেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার টি কিং ও অপর দুই কংগ্রেস ওমেন বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।

Featured অর্থ বাণিজ্য