আইন পেশার সর্বোচ্চ সংস্থা ও আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। মোট ৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় ৭০টি কেন্দ্রের ফলাফলের মধ্যে সম্মিলিত আইনজীবী পরিষদ এগিয়ে রয়েছে। এছাড়া ৭টি অঞ্চলের ৫টিতে আওয়ামী লীগ এবং ২টিতে বিএনপি সমর্থিতরা জয় পেয়েছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ ৭টি আসনের মধ্যে ৩টিতে এবং ৭তটি গ্রুপ আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে আছেন সরকার সমর্থিত এই সাদা প্যানেল। বার কাউন্সিলের ১৪টি সদস্য পদের বিপরীতে এবার ৪টি প্যানেল থেকে মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে ভোটের দিক থেকে ১১ হাজার ৭১৩ ভোট পেয়ে এককভাবে এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ভোটের দিক থেকে নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী এডভোকটে আব্দুল বাসেদ মজুমদার (১১ হাজার ৪৫৯), তৃতীয় অবস্থানে রয়েছেন নীল প্যানেলের প্রার্থী খন্দকার মাহবুব হোসেন (১০ হাজার ৯৬৮), চতুর্থ অবস্থানে রয়েছেন সাদা প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম (১০ হাজার ৫৫৬), পঞ্চম অবস্থানে রয়েছেন সাদা প্যানেলের প্রার্থী আব্দুল মতিন খসরু (১০ হাজার ৪০৮), ষষ্ঠ অবস্থানে রয়েছেন নীল প্যানেলের প্রার্থী এজে মোহাম্মদ আলী (১০ হাজার ৯৮) এবং সপ্তম অবস্থানে রয়েছেন নীল প্যানেলের প্রার্থী সানাউল্লাহ মিয়া (৯ হাজার ৯৮৪)।
এছাড়া সাদা প্যানেলের প্রার্থী জেড আই খান পান্না অষ্টম অবস্থানে (৯ হাজার ৯১০), শম রেজাউল করিম ৯ হাজার ৮৬১ ভোট পেয়ে নবম স্থানে, নীল প্যানেলের ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল পেয়েছেন ৯ হাজার ১৯২, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ৯ হাজার ১৯৫ এবং মো. বোরহান উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৪১২ ভোট।
সাধারণ আসন ছাড়া গ্রুপ পর্যায়ের ৭টি আসনের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা ৬টিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এরা হলেন- ‘এ’ গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরু, ‘বি’ গ্রুপ থেকে এইচ আর জাহিদ আনোয়ার, ‘সি’ গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী, ‘ই’ গ্রুপ থেকে পারভেজ আলম খান, ‘এফ’ গ্রুপ থেকে মো. ইয়াহিয়া ও ‘জি’ গ্রুপ থেকে মো. রেজাউল করিম। তবে একমাত্র ‘ডি’ গ্রুপ থেকে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের (নীল প্যানেল) প্রার্থী কাইমুল হক জয় লাভ করতে যাচ্ছেন বলে সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৭৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সব কেন্দ্রের ফলাফল হাতে আসার পর বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিক নির্বাচনের ফল ঘোষণা করবেন।