পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্লাস লেকচার শীট ফটোকপি করাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২য় গেইট সংলগ্ন সরোয়ার হোসেনের ফটোকপির দোকানে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পবিপ্রবির মৎস বিজ্ঞান অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র গিয়াস উদ্দিনের সাথে একই অনুষদের ছাত্রী পাপড়ি আক্তারের সাথে ক্লাস লেকচার শীট ফটোকপি করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জেরে পাপড়ির বয় ফ্রেন্ড মিঠুন চক্রবর্তী তার দলবল নিয়ে গিয়াসের উপর হামলা চালায়। এতে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ২ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে দুমকি থানা পুলিশ ও পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ রিমন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে সংঘর্ষে আহত মিঠুন ও গিয়াসকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম ফারুকী বলেন, সংঘর্ষের খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।