জঙ্গি অর্থায়নের অভিযোগে হওয়া গ্রেফতার তিন আইনজীবীকে সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় জবানবন্দি দেয়ার জন্য চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে আদালতে হাজির করা হয়।
কোর্ট পরিদর্শক উনু মং বলেন, “হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ এই তিনজনের জবানবন্দি দেয়ার কথা রয়েছে।”
হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই তিন আইনজীবী রিমান্ডে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন।
শুনানি শেষে গত সোমবার আদালত শাকিলার ৪৮ ঘণ্টা এবং হাছানুজ্জামান ও মাহফুজের ৭২ ঘণ্টা করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই তাদের জিজ্ঞাসাবাদ করতে নগরের পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে নেয়া হয়।
এর আগে ওই মামলায় তিন আইনজীবীকে তদন্ত কর্মকর্তা শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।