সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে শেখ হাসিনা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে একথা বলেন রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।
গত ২২ ফেব্রুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রধান হিসেবে ইউনূসের নাম তোলেন। এরপর নোবেলবিজয়ী একমাত্র বাংলাদেশি বলেন, তিনি এই পদের জন্য আগ্রহী নন।
সুরঞ্জিত বলেন, “বিশ্বব্যাংকে আমেরিকান ও আইএমএফ-এ ইউরোপিয়ান ছাড়া কেউ প্রধান হন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে। যেখানে আমেরিকায় ব্ল্যাকরা (কৃষ্ণাঙ্গ) ভোটার হতে পারতেন না, সেখানে আজ ওবামা প্রেসিডেন্ট।
“একদিন সময় আসবে যেদিন একজন নন আমেরিকানও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হবে। এটা দূরদর্শিতার কথা, প্রজ্ঞার কথা।”
বিশ্বব্যাংকের শীর্ষ পদে নাম প্রস্তাব করলেও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে গত বছর ইউনূসকে সরানোর জন্য শেখ হাসিনাকেই সবচেয়ে বেশি দায়ী করা হয়।
ওই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে সুরঞ্জিত বলেন, “ইউনুস সাহেব হাই কোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে লড়েও জেতেননি।”
সংসদে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে দাঁড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনপ্রবর্তনে বিরোধী দলের আলটিমেটামেরও সমালোচনা করেন সুরঞ্জিত।
তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এক সেকেন্ডের জন্যও অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না।”
বিরোধী দলের যে কোনো প্রস্তাব সংসদে উত্থাপনের পরামর্শ দিয়ে সুরঞ্জিত বলেন, “৯০ দিন কেন? ৯০ মিনিট, ৯০ সেকেন্ডও নয়, এই মুহূর্তে সংসদে আসুন। আলোচনা করুন।”
“আপনাদের কাছে যদি কোনো ভালো আইডিয়া থাকে, তাহলে কালই আসুন। আইন পরিবর্তন করতে হলে, তা রাজপথে হবে না। সংসদে আসুন। আমরা খোলা মন নিয়ে আলোচনা করব,” বলেন তিনি।