মানুষের উন্নয়নে বিশ্বব্যাপী ৯০ মিলিয়ন ব্যয় কোকা-কোলা ফাউন্ডেশনের

মানুষের উন্নয়নে বিশ্বব্যাপী ৯০ মিলিয়ন ব্যয় কোকা-কোলা ফাউন্ডেশনের

কোকা-কোলা ফাউন্ডেশন ২০১৫-এর প্রথমার্ধে ৭৪টি জনকল্যাণমূলক সংস্থায় ২৬.২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। এর দ্বারা উপকৃত হয়েছে বাংলাদেশসহ ৭৬টি দেশের ৯০ মিলিয়ন মানুষ। কোকা-কোলা কোম্পানির টেকসই উন্নয়ন প্রচেষ্টার মূল অগ্রাধিকার নারী উন্নয়ন, পানি সুরক্ষা এবং জনকল্যাণ।uahdsiah

কোকা-কোলা ফাউন্ডেশনের প্রধান এবং গ্লোবাল কম্যুউনিটি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট লিসা এম. বর্ডার বলেন, “গ্লোবাল কোম্পানি হিসেবে ২০০টিরও বেশি দেশে কাজ করায় কোকা-কোলা এক বিশাল জনগোষ্ঠীর অংশে পরিণত হয়েছে। এ বিশাল জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। স্থানীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে আমরা সম্মিলিতভাবে গ্লোবাল চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় সহায়তা করছি।”

২০১৫এর প্রথমার্ধে নারী ক্ষমতায়ন কর্মকাণ্ডে ২.৩ মিলিয়ন ডলার, পানি এবং পরিবেশ রক্ষার্থে ৯.৩ মিলিয়ন ডলার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ১২.২মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে।

জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনযাত্রা, শিক্ষা, যুব উন্নয়ন এবং এইচআইভি/এইডস।

এছাড়াও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নে ব্যয় করা হয়েছে ২.৩ মিলিয়ন ডলার যার মধ্যে দুর্যোগ ত্রাণখাতে রয়েছে এক মিলিয়ন ডলার।

Featured অর্থ বাণিজ্য