সাবেক মেজর আনোয়ারের বিরুদ্ধে পরোয়ানা

সাবেক মেজর আনোয়ারের বিরুদ্ধে পরোয়ানা

গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলায় মেজর (অব.) আনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা সিএমএম আদালত।iaushdqa

মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধারানী চক্রবর্তী শুনানি শেষে এই পরোয়ানা জারির আদেশ দেন।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর তাছলিমা ইয়াসমিন দিপা ও বাদীর আইনজীবী জামাল উদ্দিন খন্দকার জানান, মামলাটিতে মেজর (অব.) আনোয়ার হোসেনের আজ মঙ্গলবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
তিনি আদালতে আসেন নাই এবং কোন আপোষ মিমাংসাও করেন নাই তাই আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মেজর (অব.) আনোয়ার হোসেনের ২৭৯/২/ক, রোড নং-১, শহীদ বদিউজ্জামান সড়ক, ক্যান্টনমেন্ট, থানা- ভাসানটেক, জেলা- ঢাকার বাড়ীর ভাড়াটিয়া জনৈক মিজানুর রহমানের বাসায় গৃহকর্মী শিমু আক্তার (১৭) গত ১৯ মে বাড়ীর অঙ্গিনা থেকে মেহেদী পাতা তুলার সময় ফুলের টপ ভেঙ্গে যায়। ওই ঘটনায় বাড়ীর মালিক মেজর (অব.) আনোয়ার হোসেন ও তার স্ত্রী আয়শা বেগম ওইদিন বিকালে ডেকে নিয়ে এক দফা মরধোর করে।

পরে ওইদিন রাতে শিমু আক্তারকে ফের ডেকে তৃতীয় তলার ওই বাসার সাদে নিয়ে মরধোর করে হত্যার উদ্দেশ্যে ছাদ থেকে নীচে ফেলে দেয়। ওই ঘটনায় গৃহকর্মী শিমু আক্তার মারাত্মক রক্তাক্ত যখম হয়। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে আইসিইউতে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পরে ওই ঘটনায় রাজধানীর ভাষানটেক থানায় ভাড়াটিয়া মিজানুর রহমানের ছোটভাই হারুন অর রশিদ দণ্ডবিধির ৩২৩/৩০৭/৩২৬ ধারায় একটি মামলা করেন।

মামলাটিতে গত ১৬ মে মেজর (অব.) আনোয়ার হোসেন এবং জনৈক মাসুদুজ্জামান তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ১ জুন আদালত আপোষের শর্তে মেজর (অব.) আনোয়ার হোসেন মঙ্গলবার পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

Featured অন্যান্য