সাংবাদিক লাঞ্ছনা: ইসির প্রকল্প থেকে বারীকে প্রত্যাহার

সাংবাদিক লাঞ্ছনা: ইসির প্রকল্প থেকে বারীকে প্রত্যাহার

দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত উপসচিব আবদুল বারীকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট প্রকল্প থেকে সরিয়ে দেয়া হয়েছে।uygaudasd

‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সর্ভিসেস (আইডিইএ)’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে তাকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৯ আগস্ট আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য যান বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদ। সেখানে তাদের লাঞ্ছিত করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

মারধরের সময় ১০-১৫ জন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে নিজের কক্ষে আবদুল বারী ওই দুই সাংবাদিকদকে হুমকি দিয়ে বলেছিলেন, তাদের অবস্থা করা হবে প্রবীর সিকদারের মতো।

ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি এরই মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দিয়েছে।

এর আগে লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বারীকে সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

Featured বাংলাদেশ